ফেনী: ফেনী সদর উপজেলায় বন্ধুর বাড়ি থেকে শাহাদাত হোসেন রাজ (৩৫) নামে এক টিকটকারের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (১ জুলাই) রাতে ফেনী সদর উপজেলার ছনুয়া ইউনিয়ন থেকে মরদেহ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
পুলিশ জানায়, ফেনী সদর উপজেলার পূর্ব ছনুয়া গ্রামের নতুন বাজার এলাকার একটি বাড়িতে ফেসবুক বন্ধুর আমন্ত্রণে শুক্রবার (৩০ জুন) বেড়াতে যান রাজ। শনিবার তিনি ওই এলাকায় রেললাইনের পাশে একটি ভিডিও করে ফেসবুক বন্ধুদের কাছে নিজের অবস্থান জানান দেন। রাতে খাবার শেষে ঘুমাতে গেলে হঠাৎ শরীর ঘেমে তিনি অচেতন হয়ে পড়েন। তাৎক্ষণিক তাকে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রোববার দুপুরে এ রিপোর্ট লেখা পর্যন্ত রাজের মরদেহ ফেনী জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
রাজুর বাবা মাইনুদ্দিন প্রধান জানান, তার ছেলে শাহাদাত হোসেন দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপসহ কয়েকটি রোগো ভুগছিলেন। দীর্ঘদিন চিকিৎসা শেষে তিনি গত সপ্তাহে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তার শ্বশুর বাড়িতে যান। রাজু দুই সন্তানের জনক।
ফেনীর বোগদাদিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. শাহাদাত হোসেন খান বাংলানিউজকে বলেন, খবর পেয়ে রাজুর বাবা মরদেহ নেওয়ার জন্য এসেছেন। আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হবে। ময়নাতদন্তের পর রাজুর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
বাংলাদেশ সময়: ১৯০৬ ঘণ্টা, জুলাই ০২, ২০২৩
এসএইচডি/আরআইএস