ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

‘কোনো অপশক্তিকে মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না’ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৮ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২৪
‘কোনো অপশক্তিকে মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না’ 

ময়মনসিংহ: ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ বলেছেন, ‘দেশের সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস নেই। দলমতের বিভেদ ভুলে দেশ বাঁচাতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

প্রতি মুহূর্তে পরাজিত অপশক্তি সুযোগ বুঝে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে। কিন্তু কোনো অপশক্তিকে মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না। এ জন্য প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক দলগুলোকে আগের মতো রাজপথে জাগ্রত থেকে সরব ভূমিকা পালন করতে হবে। ’    

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে নবনিযুক্ত ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ এসব কথা বলেন।

আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর বিজয় দিবস পালন উপলক্ষে জেলার সব পর্যায়ে নিরাপত্তা নিশ্চিত করার জন্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বৈষম্যবিরোধী আন্দোলনের কর্মী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে তিনি এ মতবিনিময় সভা করেন।      

সভায় ময়মনসিংহের রেঞ্জ ডিআইজি ড. মো. আশরাফুর রহমান বলেন, ‘যারা বিগত ১৫ বছর দেশবিরোধী কাজ করেছে, তাদের চক্রান্ত এখনো থেমে নেই। ডিসেম্বর মাস অতি গুরুত্বপূর্ণ, এ মাসে পরাজিত শক্তি যেন কোনো ধরনের ষড়যন্ত্র করতে না পারে, সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশে সংকটময় সময় চলছে, এ বিষয়টি মাথায় রেখে সবাইকে ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে। ’

এসময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক ও মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেন, ‘পরাজিত অপশক্তির চক্রান্ত মোকাবিলা করতে হলে দীর্ঘ পরিকল্পনা নিয়ে কাজ করতে হবে। শহীদ সাগর হত্যাসহ বিভিন্ন মামলার আসামিরা গ্রেপ্তার করা হলে এ সমস্যা অনেকটাই কমে যাবে। সরকার ও প্রশাসনের যে কোনো প্রয়োজনে জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি সব সময় সহযোগিতা করতে বদ্ধপরিকর। ’    

সভায় জেলা প্রশাসক মো. মুফিদুল আলমের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক একেএম শফিকুল ইসলাম, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম, জেলা জামায়াতের আমির আব্দুল করিম, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন, মহানগর জামায়াতের সভাপতি কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, ইসলামী আন্দোলনের নেতা মামুনুর রশিদ, ইত্তেফাকুল উলামার নেতা আব্দুর রহমান, আমির ইবনে আহম্মদসহ অনেকে।  

এসময় জেলা পুলিশ সুপার (এসপি) মো. আজিজুল ইসলাম, সেনাবাহিনীর কর্মকর্তা ইব্রাহীম, বিজিবির কর্মকর্তা রাশেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শিহাব উদ্দিন আহমদসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১২৩৬ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।