ঢাকা, রবিবার, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

যাত্রী নামিয়ে বাড়ি ফেরা হলো না অটোচালকের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৬ ঘণ্টা, জুলাই ২, ২০২৩
যাত্রী নামিয়ে বাড়ি ফেরা হলো না অটোচালকের ফাইল ফটো

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইাহজারে বেপরোয়া সিএনজিচালিত অটোরিকশার চাপায় আবুল হোসেন (৫০) নামে এক অটোচালক নিহত হয়েছেন।

রোববার (২ জুলাই) বিকেল সাড়ে চারটার দিকে ভুলতা-বিশনন্দী আঞ্চলিক মহাসড়কের ছোট বিনাইরচর চারতলা মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবুল হোসেন ওই এলাকার মৃত লাল মিয়ার ছেলে।

থানা পুলিশ জানায়, রোববার বিকেলে আবুল হোসেন আড়াইহাজারে যাত্রী নামিয়ে বাড়ি ফিরছিল। ভুলতা বিশনন্দী আঞ্চলিক মহাসড়কের ছোট বিনাইরচর এলাকায় পৌঁছালে বিপরীত থেকে বেপরোয়া গতিতে আসা অটোরিকশা চাপা তাকে চাপা দিলে তিনি রাস্তার পাশে ছিটকে পড়ে এবং মাথায় প্রচণ্ড আঘাত পান। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, জুলাই ২, ২০২৩
এমআরপি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।