ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বাগাতিপাড়ায় সড়ক সংস্কারের দাবি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৭ ঘণ্টা, জুলাই ২, ২০২৩
বাগাতিপাড়ায় সড়ক সংস্কারের দাবি

নাটোর: নাটোরের বাগাতিপাড়ায় সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

রোববার (২ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার সোনাপাতিল এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

এতে বক্তব্য রাখেন- দলিল লেখক রহুল আমিন, স্থানীয় বাসিন্দা জামিরুল ইসলাম, সাথী খাতুনসহ অন্যান্যরা।  

এ সময় বক্তরা বলেন, মালঞ্চি বাজার থেকে বিহারকোল এলাকা পর্যন্ত চলাচলের প্রধান সড়কটি খানাখন্দ হয়ে চলাচলের অনুপযোগী হয়ে গেছে। ফলে প্রতিনিয়ত বিভিন্ন যানবহন দুর্ঘটনায় পড়ে লোকজন আহত হন। দীর্ঘদিনেও সড়কটি সংস্কার না হওয়ায় এ পথে চলাচলকারীরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন।
প্রতিনিয়িত স্কুল কলেজগামী শিক্ষার্থীরাও ভোগান্তির শিকার হন। তাই দ্রুত আঞ্চলিক এই সড়কটি সংস্কারের জন্য জনপ্রতিনিধিদের কাছে দাবি জানাই।

মানববন্ধন চলাকালে বাগাতিপাড়া পৌরসভার মেয়র শরিফুল ইসলাম লেলিন উপস্থিত হয়ে সবাইকে আশ্বস্থ করে বলেন, পৌরসভাটি ছোট হওয়ায় বরাদ্দ খুবই কম। ফলে ব্যয়বহুল এই বড় সড়কটির কাজ করা সম্ভব হচ্ছে না। তবে জন দুর্ভোগের কথা চিন্তা করে দু-একদিনের মধ্যেই ইট ফেলে সড়কটি মানুষের চলাচলের উপযোগী করা হবে এবং আরসিসি ঢালাই দিয়ে সড়ক নির্মাণের জন্য অনেক আগে থেকেই উপজেলা প্রকৌশল দপ্তরের সঙ্গে যৌথভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে।  

এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী আজিজুর রহমান বলেন, চলতি মাসের শেষ সপ্তাহে সড়কটির পুনঃনির্মাণ কাজ শুরু হবে।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, জুলাই ০২, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।