ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

দেশের উন্নয়নে সবাইকে ভূমিকা রাখার আহ্বান অর্থমন্ত্রীর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৬ ঘণ্টা, জুলাই ২, ২০২৩
দেশের উন্নয়নে সবাইকে ভূমিকা রাখার আহ্বান অর্থমন্ত্রীর

কুমিল্লা: অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কঠোর পরিশ্রম করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। উন্নত বিশ্বে বাংলাদেশ আজ রোল মডেল।

সরকার প্রধানের সঙ্গে আপনারাও দেশের এই উন্নয়নে ভূমিকা রাখবেন।

রোববার (২ জুলাই) কুমিল্লার নাঙ্গলকোটে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মানুষের কল্যাণে কাজ করব। কে কতটুকু ওপরে উঠবে এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। আপনারা আমার ভাই, আমি আপনাদের সঙ্গে দেখা করতে বারবার ছুটে আসব।

তিনি বলেন, নাঙ্গলকোটে এক সময় কিছুই ছিল না। আজ নাঙ্গলকোটের মানুষের কোনো কিছুর অভাব নেই। শতভাগ বিদ্যুৎ, যেদিকে তাকাই বড় বড় ভবন, স্কুল কলেজ ও সড়কের প্রায় শতভাগ কাজ শেষ। আপনাদের এলাকার উন্নয়নে যেসব কাজ বাকি আছে, আমি কথা দিয়ে গেলাম সব কাজ সমাপ্ত করব।

বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশে যত উন্নয়ন হয়েছে শেখ হাসিনার কারণেই সম্ভব হয়েছে। বঙ্গবন্ধু কন্যার হাতকে আরও শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান সামছুউদ্দিন কালু, নাঙ্গলকোট পৌর মেয়র আব্দুল মালেক, উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান মেহবুব, নাঙ্গলকোট-চৌদ্দগ্রাম সার্কেল এএসপি জাহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ আবু ইউছুফ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, জুলাই ০২, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।