ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে গাড়িচাপায় যুবক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৬ ঘণ্টা, জুলাই ৩, ২০২৩
নারায়ণগঞ্জে গাড়িচাপায় যুবক নিহত

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ শহরের বাবুরাইল বৌ-বাজার এলাকায় প্রাইভেটকারের চাপায় আলমগীর নামে এক যুবক নিহত হয়েছেন।

রোববার (২ জুলাই) রাতে বাবুরাইল বৌবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলমগীর বাবুরাইল তারা মসজিদ এলাকার আইডিয়াল মিষ্টান্ন ভাণ্ডারের ম্যানেজার।

স্থানীয়রা জানান, স্থানীয় মনির নামে এক ব্যক্তির গাড়ির চাপায় গুরুতর আহত হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।  

বাংলাদেশ সময়: ০৮৫৫ ঘণ্টা, জুলাই ০৩, ২০২৩
এমআরপি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।