ঢাকা, শুক্রবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রোহিঙ্গা-দুর্যোগে ক্ষতিগ্রস্তদের ১৬০ কোটি টাকা দেবে যুক্তরাজ্য

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১০ ঘণ্টা, জুলাই ৩, ২০২৩
রোহিঙ্গা-দুর্যোগে ক্ষতিগ্রস্তদের ১৬০ কোটি টাকা দেবে যুক্তরাজ্য

ঢাকা: রোহিঙ্গা শরণার্থী ও বাংলাদেশে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের জন্য আরও ১১ দশমিক ৬ মিলিয়ন পাউন্ড (১৬০ কোটি টাকা) মানবিক সহায়তা দেবে যুক্তরাজ্য।

সোমবার (৩ জুলাই) ঢাকার যুক্তরাজ্য হাইকমিশন এ তথ্য জানায়।



যুক্তরাজ্যের এ সহায়তার আওতার রোহিঙ্গা শরণার্থীদের খাদ্য, পানি, স্যানিটেশন, শরণার্থী ও আশ্রয়দাতা সম্প্রদায়কে শিশু সুরক্ষা সেবা দেবে। বন্যা ও ঘূর্ণিঝড়ের মতো বড় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত সমগ্র বাংলাদেশের লোকও এ সহায়তা পাবে।

ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক প্রথমবারের মতো কক্সবাজার সফরে যুক্তরাজ্যের এ সহায়তার ঘোষণা দেন।

ব্রিটিশ হাইকমিশনার বলেন, যুক্তরাজ্য রোহিঙ্গা শরণার্থী এবং বাংলাদেশে দুর্যোগে ক্ষতিগ্রস্ত সব সম্প্রদায়ের পাশে দাঁড়িয়েছে। সারা বাংলাদেশে মানবিক প্রয়োজনে সাড়া দেওয়ার জন্য ইউকে সহায়তার ১১ দশমিক ৬ মিলিয়ন পাউন্ডের এ নতুন প্যাকেজটি ঘোষণা করতে পেরে আমি আনন্দিত।

যুক্তরাজ্যের এ সহায়তা কার্যক্রম বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি), জাতিসংঘের শিশু তহবিল (ইউনিসেফ) এবং স্টার্ট ফান্ড বাংলাদেশ বাস্তবায়িত করবে।

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, জুলাই ০৩, ২০২৩
টিআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।