ঢাকা: রংপুরের পীরগঞ্জে চাঞ্চল্যকর শরিফুল হত্যা মামলার অন্যতম এজাহারভুক্ত পলাতক আসামি মো. আলিফকে (১৯) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)।
সোমবার (৩ জুলাই) র্যাব-১০ এর অধিনায়ক অ্যাডিশনাল ডিআইজি মো. ফরিদ উদ্দিন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার (২ জুলাই) র্যাব-১০ এর একটি দল রাজধানীর মিরপুর শপিং সেন্টার কমপ্লেক্স এলাকায় অভিযান চালায়। এ সময় গত ২২ জুন পীরগঞ্জ পৌরসভার বড়বিলা সুইচ গেট এলাকায় সংঘটিত চাঞ্চল্যকর শরিফুল হত্যা মামলার অন্যতম এজাহারভুক্ত পলাতক আসামি আলিফকে গ্রেপ্তার করা হয়।
ফরিদ উদ্দিন জানান, এ ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন আলিফ। তিনি এ ঘটনার পর থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন। তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, জুলাই ০৩, ২০২৩
এমএমআই/আরবি