হবিগঞ্জ: হবিগঞ্জে বেশি দামে কাঁচা মরিচ বিক্রির অপরাধে এক দোকানিকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (৩ জুলাই) বিকেলে জেলা শহরের চৌধুরীবাজারে নূরুল আমীন নামে ওই দোকানিকে হাতেনাতে ধরে জরিমানা করা হয়।
এদিকে অভিযানের খবর পেয়ে আরও কয়েকজন বেশি মূল্যে কাঁচা মরিচ বিক্রেতাকে পালিয়ে যেতে দেখা যায়।
ভোক্তা অধিদপ্তর জানায়, চৌধুরী বাজারে নূরুল আমীন নামে এক দোকানি ২৫০ টাকা কেজিতে কাঁচা মরিচ কিনে ৬০০ টাকায় বিক্রি করছিলেন। তাকে হাতেনাতে ধরে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।
হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করে।
ভোক্তা অধিদপ্তর হবিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা বলেন, একটি দোকানের অভিযান শেষ করার আগেই বেশিমূল্যে কাঁচা মরিচ বিক্রেতা আরেকজনকে দৌড়ে পালিয়ে যেতে দেখেছি।
বাজারে আসা কয়েকজন ক্রেতা বলেন, সপ্তাহ খানেক আগেও যেখানে কাঁচা মরিচের দাম একশ থেকে দেড়শ টাকার মাঝে ছিল, তা এখন ৬০০ টাকা। কোথাও কোথাও দাম ৭০০ টাকাও উঠেছে।
বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘণ্টা, জুলাই ০৩, ২০২৩
এএটি