নীলফামারী: জেলায় বিপৎসীমার (৫২ দশমিক ১৫) কাছাকাছি ওঠা-নামা করছে তিস্তা নদীর পানি।
সোমবার (০৩ জুলাই) সকাল ৯টায় তিস্তা ব্যারেজ পয়েন্টে নদীর পানি বিপৎসীমার সাত সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়।
ডালিয়া পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্র জানায়, নদীর পানি বাড়ার ফলে ব্যারেজের সবকটি জলকপাট (৪৪টি) খুলে রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক থাকলেও সতর্কাবস্থায় রয়েছে পাউবো।
পাউবোর বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র সূত্র জানায়, উজানের ঢল ও ভারী বর্ষণে রোববার রাত থেকে তিস্তা নদীর পানি বাড়তে শুরু করে। সোমবার সকাল ৬টায় তিস্তা ব্যারেজ পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ১০ সেন্টিমিটার, সকাল ৯টায় সাত সেন্টিমিটার, বেলা ১২টায় ১০ সেন্টিমিটার ও বেলা তিনটায় ১৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়।
জেলার ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল লতিফ খান বলেন, তিস্তার পানি বাড়ার ফলে নিম্নাঞ্চলে জলাবদ্ধতা দেখা দিয়েছে। বর্তমানে পানি কমলেও এসব এলাকা থেকে পানি নামতে সময় লাগছে।
ডালিয়া পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. আসফাউদদৌলা বলেন, তিস্তা নদীর পানি কখনও বাড়ছে, আবার কখনও কমছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যারেজের জলকপাটগুলো খুলে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ২১৫৩ ঘণ্টা, জুলাই ০৩, ২০২৩
এসআইএ