ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পূর্বধলায় পানিতে ডুবে ভাই-বোনসহ ৩ শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৮ ঘণ্টা, জুলাই ৪, ২০২৩
পূর্বধলায় পানিতে ডুবে ভাই-বোনসহ ৩ শিশুর মৃত্যু

নেত্রকোনা: নেত্রকোনার পূর্বধলায় পৃথক পৃথক স্থানে পুকুরের পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (০৪ জুলাই) উপজেলার বৈরাটি ইউনিয়নে দুই ভাই-বোন এবং আগিয়া ইউনিয়নে এক শিশু পানিতে ডুবে মারা যায়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পূর্বধলা উপজেলার বৈরাটি ইউনিয়নের আলমপুর পলাশতলা গ্রামের আবু তাহেরের মেয়ে সোনিয়া খাতুন (৭) ও ছেলে রাজু আহমেদ (৪) মঙ্গলবার বিকেল ৪টার দিকে বাড়ির পাশে পুকুরের পানিতে খেলা করছিল। এক পর্যায়ে ছোট ভাই রাজু পানিতে ডুবে যাচ্ছে দেখে বোন সোনিয়া তাকে উদ্ধার করতে যায়। পরে দুজনই পানিতে তলিয়ে যায়। পুকুর পাড়ে দাঁড়ানো একটি শিশুর চিৎকার শুনে পরিবারের লোকজন তাদের উদ্ধার করে। ততক্ষণে দুজনের মৃত্যু হয়।

অপরদিকে একই উপজেলার আগিয়া ইউনিয়নের উত্তর কালডোয়ার গ্রামে মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে সজীব (২) নামে এক শিশুর মৃত্যু হয়।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, উত্তর কালডোয়ার গ্রামের রিপন মিয়ার স্ত্রী ২ বছরের শিশু সজীবকে উঠানে রেখে গরুর খাবার দিতে বাইরে যান। এক পর্যায়ে শিশু সজীব খেলতে খেলতে বাড়ির পাশের মাটি কাটার গর্তে পড়ে যায়। পরে স্বজনরা শিশুটিকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম পানিতে ডুবে তিন শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ২১৪৬ ঘণ্টা, জুলাই ০৪, ২০২৩
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।