ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় বাগানে পড়েছিল অজ্ঞাত যুবকের মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৩ ঘণ্টা, জুলাই ৫, ২০২৩
বগুড়ায় বাগানে পড়েছিল অজ্ঞাত যুবকের মরদেহ

বগুড়া: বগুড়ার সদর উপজেলায় একটি বাগান থেকে অজ্ঞাত পরিচয় (৩৫) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (০৫ জুলাই) সকালে উপজেলার শেখেরকোলা ইউনিয়নের বালা কৈগাড়ী এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৭টার দিকে পথচারীরা একটি ফলজ বাগানে এক যুবকের মরদেহ দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। এখনও যুবকের নাম পরিচয় জানা যায়নি তবে আনুমানিক বয়স ৩৫ বছর। তার পরনে লুঙ্গি এবং টিশার্ট ছিল। প্রাথমিকভাবে তার শরীরে আঘাতের কোনো চিহ্ন দেখা যায়নি। এ ঘটনায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এছাড়া পরিচয় শনাক্ত করতে কাজ করছে পিবিআই।

বগুড়া সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) শাহীনুজ্জামান জানান, কি কারণে ওই যুবকের মৃত্যু হয়েছে তা এখনও বলা যাচ্ছে না। তাকে স্থানীয়রাও কেউ চেনেন না। পরিচয় পাওয়া গেলে দ্রুত ঘটনার রহস্য উদঘাটন করা যাবে।

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, জুলাই ০৫, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।