ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কাঁচা মরিচ-চিনির মূল্য তদারকি, ৯৫ প্রতিষ্ঠানে জরিমানা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১২ ঘণ্টা, জুলাই ৫, ২০২৩
কাঁচা মরিচ-চিনির মূল্য তদারকি, ৯৫ প্রতিষ্ঠানে জরিমানা

ঢাকা: ঢাকা মহানগরসহ দেশের সব বিভাগ ও জেলা পর্যায়ে কাঁচা মরিচ এবং চিনির মূল্য ও মজুদসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য তদারকির লক্ষ্যে সারা দেশে ৪০টি বাজারে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ অভিযানে ৯৫টি প্রতিষ্ঠানকে ৩ লাখ ৩৫ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়।

বুধবার (৫ জুলাই) জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ঢাকা মহানগর এলাকায় তিনটি টিম অভিযান পরিচালনা করে। এছাড়াও অন্যান্য বিভাগীয় শহরসহ ৩৭টি জেলায় একযোগে এ অভিযান পরিচালিত হয়।

ঢাকা মহানগরীর কারওয়ানবাজার, কাঁঠালবাগান কাঁচাবাজার, তেজকুনিপাড়া কাঁচা বাজার, যাত্রাবাড়ী কাঁচা বাজার, দয়াগঞ্জ কাঁচা বাজার, ধলপুর কাঁচা বাজার, ডেমরা কাঁচা বাজার, শনির আখড়া কাঁচা বাজার ও মতিঝিল এজিবি কলোনি কাঁচা বাজার এলাকায় মরিচের বিক্রয়মূল্য ও ক্রয়মূল্য যাচাই করা হয়।

কাঁচা মরিচের মূল্যের পাশাপাশি সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে সারা দেশে একযোগে এ অভিযান পরিচালিত হয়। ভোক্তা অধিকার রক্ষায় অধিদপ্তরের এসকল কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, জুলাই ০৫, ২০২৩
এসএমএকে/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।