কক্সবাজার: কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ধামনখালী এলাকায় বিজিবিকে দেখে আইসভর্তি ব্যাগ ফেলে জঙ্গলে পালিয়ে গেছেন পাচারকারীরা। পরে ওই ব্যাগ থেকে এক কেজি ৬৬ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (৭ জুলাই) ভোরে এ অভিযান চালানো হয়।
কক্সবাজার-৩৪ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহ মো. আজিজুস শহীদ
স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, পালংখালীর ধামনখালী এলাকার সরওয়ারের চিংড়ির ঘের দিয়ে মিয়ানমার থেকে আইসের বড় একটি চালান বাংলাদেশে ঢুকবে এমন খবর পেয়ে বিজিবি সেখানে অবস্থান নেয়। এসময় সীমান্ত দিয়ে কয়েকজনকে হেঁটে বাংলাদেশে আসতে দেখে বিজিবি তাদের দাঁড়াতে বলে। এসময় তারা একটি ব্যাগ ফেলে জঙ্গলে পালিয়ে যান। পরে ওই ব্যাগ খুলে ভেতরে এক কেজি ৬৬ গ্রাম বার্মিজ ক্রিস্টাল মেথ (আইস) পাওয়া যায়।
বাংলাদেশ সময়: ১১৫৭ ঘণ্টা, জুলাই ০৭, ২০২৩
এসবি/এসআই