ঢাকা: মোহাম্মদপুর জাপান গার্ডেন সিটিতে এডিসের লার্ভা পাওয়ায় পাঁচলাখ টাকা জরিমানা করা হয়। এ সময় সরকারি কাজে বাধা দেওয়ায় ফ্ল্যাট মালিক সমিতির সাধারণ সম্পাদক সাহেদুল ইসলামকে আটক করা হয়েছে।
শনিবার (০৮ জুলাই) দুপুরে ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাসির উদ্দিন মাহমুদের নেতৃত্বে অভিযান চালিয়ে জরিমানা ও আটক করা হয়।
এ সময় ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, বিভিন্ন ওয়ার্ডে ডেঙ্গু নিয়ন্ত্রণে মশক নিধন অভিযান চালানো হচ্ছে। ডেঙ্গুর লার্ভায় মৃত্যু কূপে পরিণত হয়েছে জাপান গার্ডেন সিটি। এটি এখন মশার গার্ডেন সিটি। ডেঙ্গু নিয়ন্ত্রণে অভিযান, জেল জরিমানাসহ সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে।
আরও পড়ুন: মশক নিধন অভিযানে কাউকে বিশ্বাস করি না: মেয়র আতিক
বাংলাদেশ সময়: ১৩১৯ ঘণ্টা, জুলাই ০৮, ২০২৩
এমএমআই/এসআইএ