সিলেট: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ধলাই নদে অফিক মিয়া (৪৩) নামে এক শ্রমিক নিখোঁজ হয়েছেন।
শুক্রবার (০৭ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে ধলাই নদের উৎসমুখে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, রাতে বারকি নৌকা নিয়ে ধলাই নদ থেকে পাথর আনতে যান অফিক মিয়া। পাথর নিয়ে আসার সময় মাঝ নদীতে নৌকা ডুবে যায়। এ সময় তার সঙ্গে থাকা তিনজন সাঁতার কেটে নদীর তীরে ওঠলেও অফিক মিয়া নিখোঁজ থেকে যান। শনিবার (৮ জুলাই) সকাল থেকে পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরিরা তাকে উদ্ধারে তৎপরতা চালাচ্ছেন।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় বলেন, রাতে একজন বারকি শ্রমিক নিখোঁজ হওয়ার খবর পেয়ে আমরা তাকে উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছি।
বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, জুলাই ০৮, ২০২৩
এনইউ/এএটি