ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৬ ঘণ্টা, জুলাই ৮, ২০২৩
ফরিদপুরে ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার

ফরিদপুর: জেলার একটি মেহগনি বাগান থেকে ৪৮০টি ইয়াবা ট্যাবলেটসহ আফতাব হোসেন (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শনিবার (০৮ জুলাই) ওই কারবারিকে ফরিদপুর জেলা আদালতে পাঠানো হয়।

 

এর আগে শুক্রবার (০৭ জুলাই) রাত ১০টার দিকে ফরিদপুর শহরের পশ্চিম আলীপুরের একটি মেহগনি বাগানের মধ্যে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আফতাব হোসেন ওই এলাকার সেকেন্দার হোসেনের ছেলে।

আটকের সত্যতা নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (কোতয়ালী জোন) মো. রাকিবুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছে থাকা ৪৮০টি ইয়াবা জব্দ করা হয়।

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, জুলাই ০৮, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।