ঢাকা, রবিবার, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বগুড়ায় ছুরিকাঘাতে যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৭ ঘণ্টা, জুলাই ৮, ২০২৩
বগুড়ায় ছুরিকাঘাতে যুবক নিহত প্রতীকী ছবি।

বগুড়া: বগুড়ার সদর উপজেলায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে মো. জসিম উদ্দিন (৩৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।  

শনিবার (৮ জুলাই) দুপুরে উপজেলার চকলোকমান কলোনি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জসীম ওই এলাকার রুহুল আমিনের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (৭ জুলাই) ক্রিকেট খেলা নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জেরে শনিবার দুপুরে প্রতিপক্ষরা জসিমকে ছুরিকাঘাত করেন৷ পরে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
​​​​​​​
বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম জানান, মরদেহ শজিমেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় পুলিশের একাধিক টিম কাজ করছে। খুব শিগগিরই জড়িতদের আইনের আওতায় আনা হবে।

বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, জুলাই ০৮, ২০২৩
কেইউএ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।