বগুড়া: বগুড়ার সদর উপজেলায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে মো. জসিম উদ্দিন (৩৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (৮ জুলাই) দুপুরে উপজেলার চকলোকমান কলোনি এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (৭ জুলাই) ক্রিকেট খেলা নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জেরে শনিবার দুপুরে প্রতিপক্ষরা জসিমকে ছুরিকাঘাত করেন৷ পরে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম জানান, মরদেহ শজিমেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় পুলিশের একাধিক টিম কাজ করছে। খুব শিগগিরই জড়িতদের আইনের আওতায় আনা হবে।
বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, জুলাই ০৮, ২০২৩
কেইউএ/এএটি