ঢাকা: চাঁদপুরের মতলবে মোবারক হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি আমজাদ হোসাইনকে (৩৫) আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)।
শুক্রবার (০৭ জুলাই) রাত পর্যন্ত ধারাবাহিক অভিযানের মাধ্যমে রাজধানীর ডেমরা থানাধীন কোনাপাড়া বাঁশেরপুল এলাকা থেকে তাকে আটক করা হয়।
শনিবার (০৮ জুলাই) বিকালে র্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন বাংলানিউজকে বিষয়টি জানিয়েছেন।
তিনি জানান, গত ১৭ জুন চাঁদপুর জেলার মতলব উত্তর থানাধীন বাহাদুরপুর এলাকায় সংঘটিত মোবারক হোসেন বাবুকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা মামলার অন্যতম এজাহারভুক্ত আসামি ছিলেন আমজাদ হোসাইন।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আসামি ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। তিনি এই ঘটনার পর থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করেছিলেন।
আটক আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছেন র্যাবের এই কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, জুলাই ০৮, ২০২৩
এসজেএ/এসআইএ