ঢাকা: ৭৫ দিন ধরে নিখোঁজ সাবরেজিস্ট্রার বাদল কৃষ্ণ বিশ্বাসকে (৫৮) জীবিত উদ্ধারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসী।
শনিবার (৮ জুলাই) জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।
মানববন্ধনে বাদল কৃষ্ণ বিশ্বাসের নিখোঁজ হওয়ার ঘটনার বিবরণ তুলে ধরেন তার ছেলে অংকন বিশ্বাস (২৪)।
তিনি বলেন, তাদের বাড়ি বরিশালের উজিরপুর জেলার পীরের পাড় ইউনিয়নের কারফা গ্রামে। তার বাবা বাদল কৃষ্ণ বিশ্বাস সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার সাবরেজিস্টার হিসেবে কর্মরত আছেন। গত ১৮ এপ্রিল বাদল ঈদের ছুটি কাটাতে কর্মক্ষেত্র থেকে বাড়িতে আসেন। এর দুইদিন পর অর্থাৎ, ২০ এপ্রিল রাতে তিনি ছোট ছেলে অংকিত বিশ্বাসকে (১০) নিয়ে গ্রামের বটতলা বাজারে যান। পরে রাত প্রায় ৮টা ৫০ মিনিট নাগা ভ্যান যোগে বাড়ির গেইটে পৌঁছান। কিন্তু বাড়ির গেইট তালাবদ্ধ থাকায় তিনি অংকিতকে পুরোনো বাড়িতে যেতে বলেন এবং নিজে বাড়ির পেছনের ঘের দেখতে রওনা হন।
অংকন বিশ্বাস আরও বলেন, বাড়ির সিসি টিভি ক্যামেরায় দেখা গেছে, রাত ৮টা ৫৫ মিনিট নাগাদ বাদল বিশ্বাস বাড়ির পেছনে ঘের পাড়ে যাওয়ার জন্য রওনা হন। কিন্তু এরপর আর তিনি ফিরে আসেননি। রাত ১০টা নাগাদ তার মোবাইল ফোনে কল করলে সেটিও বন্ধ পাওয়া যায়। এতে আমরা উদ্বিগ্ন হয়ে সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করি এবং বাদলকে না পেয়ে নিকটস্থ উজিরপুর থানায় একটি নিখোঁজ ডায়েরি করি।
এরপরও বাদালকে খুঁজে না পাওয়ায় ২১ এপ্রিল একই থানায় একটি অপহরণ মামলা করা হয় বলে জানান তার ছেলে।
অংকন বলেন, আমার বাবা অপহৃত হওয়ার পর দুই মাস ১৫ দিন অতিবাহিত হলেও এখনও তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। দেশের তদন্তকারী সংস্থা তদন্ত করেও কোনো নির্ভরযোগ্য সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে অপহৃত আমার বাবাকে খুঁজে আনতে পারছে না।
মানববন্ধনে অন্যান্য বক্তারা বলেন, সাবরেজিস্ট্রার বাদল কৃষ্ণ বিশ্বাস প্রায় তিন মাস ধরে নিখোঁজ রয়েছে। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনও তদন্তই করে যাচ্ছে। এর কোনো সুরাহা করতে পারছে না। আমরা মনে করি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গাফিলতি করেই সময় অতিবাহিত করছে।
তারা আরও বলেন, বাদল নিখোঁজ হওয়ার পর থেকে তার দুই শিশু-কিশোর সন্তান ও স্ত্রী চরম শঙ্কার মধ্য দিয়ে দিনা কাটাচ্ছে। পাশাপাশি ওই অঞ্চলের প্রতিটি পরিবার এখন চরম শঙ্কা ও উৎকণ্ঠার মধ্য দিয়ে দিন যাপন করছে। তারা বাদলকে দ্রুত জীবিত উদ্ধার দেখতে চায়। এ জন্য আমরা স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানাচ্ছি।
এ সময় মানববন্ধনে আরও বক্তব্য রাখেন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক উত্তম কুমার চক্রবর্তী, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মুখপাত্র ও নির্বাহী মহাসচিব পলাশ কান্তি দে, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক ও সহ-সভাপতি জগন্নাথ হাওলাদার প্রমুখ।
বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, জুলাই ৮, ২০২৩
এসসি/জেএইচ