সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের তাড়াশে পারিবারিক কলহের জের ধরে ছেলের ছুরিকাঘাতে তোফাজ্জল মণ্ডল (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনার পর থেকে নিহতের ছেলে বাবু মণ্ডল (১৮) পলাতক রয়েছেন।
শনিবার (৮ জুলাই) রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, তোফাজ্জেল মণ্ডলের দুই স্ত্রী। এ নিয়ে তাদের মধ্যে পারিবারিক কলহ লেগে থাকতো। কলহের জের ধরে শুক্রবার (৭ জুলাই) তোফাজ্জল হোসেন প্রথম স্ত্রী রেজেদা খাতুনকে মারধর করেন। এ সময় পাশে থাকা ছেলে ছুরি দিয়ে তার পেটে সজোরে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। স্বজনরা তাকে আশংকাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে তার মৃত্যু হয়।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, শুক্রবার রাতে ছেলের ধারালো অস্ত্রের আঘাতে তোফাজ্জল নিহত হয়েছেন। নিহতের মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। সেখানে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ইতোমধ্যে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে তদন্ত শুরু করা হয়েছে। নিহতের ছেলে বাবু পলাতক রয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৪২৬ ঘণ্টা, জুলাই ০৯, ২০২৩
এএটি