ভোলা: নিষেধাজ্ঞা উপেক্ষা করে ডেঞ্জার জোনে যাত্রী পারাপারের অপরাধে মায়ের মমতা নামে যাত্রীবাহী একটি ট্রলারসহ দুইজনকে আটক করেছে কোস্টগার্ড।
রোববার (০৯ জুলাই) ভোলার ইলিশা লঞ্চঘাট এলাকা থেকে এদের আটক করা হয়।
আটকরা হলেন-লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার আলাউদ্দিনের ছেলে মো. সবুজ ও একই উপজেলার মো. কামালের ছেলে মো. সুমন।
আটকদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং জব্দকৃত ট্রলার কোস্টগার্ডের হেফাজতে রাখা হয়।
কোস্টগার্ড ইলিশা কন্টিজেন্ট কমান্ডার সোলাইমান হোসেন জানান, সকাল থেকে ভোলা- লক্ষ্মীপুর রুটের অবৈধ নৌযান বন্ধে বিশেষ অভিযান চালানো হয়। এ সময় লক্ষ্মীপুরের মজুচৌধুরী ঘাট থেকে যাত্রী নিয়ে ভোলার ইলিশা ঘাটে আসা মায়ের মমতা নামে যাত্রীবাহী একটি ট্রলারকে দুইজন চালকসহ আটক করা হয়। পরে আটক দুই চালককে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম উদ্দিন ১৫ হাজার টাকা জরিমানা করেন।
উল্লেখ্য, ১৫ মার্চ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত ভোলা- লক্ষ্মীপুর নৌরুটকে ডেঞ্জার জোন হিসেবে ঘোষণা করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
এ রুটে সি-সার্ভে ব্যতীত সব ধরনের নৌযান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়। এর পরও কিছু অসাধু লোক সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ছোট ছোট ট্রলারে করে যাত্রী পারাপার করে আসছে।
বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, জুলাই ০৯, ২০২৩
আরএ