ঢাকা: রাজধানীর শেরে বাংলা নগর থানা এলাকা থেকে হত্যা মামলার আসামি মো. আইয়ুব আলীকে (৩৩) গ্রেপ্তার করেছে র্যাব-২।
সোমবার (১০ জুলাই) র্যাব-২ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মো. আনোয়ার হোসেন খান বাংলানিউজকে বিষয়টি জানিয়েছেন।
তিনি জানান, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর শেরে বাংলা নগর থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আনোয়ার হোসেন খান জানান, গত ১৮ জুন দিনাজপুর জেলার পার্বতীপুর থানা এলাকায় প্রেমের সম্পর্কের জেরে ইউনুছ আলী নামে এক যুবককে ফোনে ডেকে নিয়ে একদল দুর্বৃত্ত তাকে পিটিয়ে হত্যা করে লাশ লুকিয়ে রাখে। এরপর ভুক্তভোগীর অভিভাবককে ফোনে ডেকে স্থানীয়ভাবে সালিশ বিচারের মাধ্যমে ভুক্তভোগীর বাবাকে চার লাখ টাকা জরিমানা ও মুচলেকা দিয়ে তার ছেলেকে ছাড়িয়ে নিতে বলা হয়। ভুক্তভোগীর বাবা গোপনে জানতে পারেন তার ছেলেকে আগেই হত্যা করা হয়েছে। পরে ভুক্তভোগীর বাবা থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে আসামির চাচার বাড়ি থেকে ইউনুছ আলীর মরদেহ উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়।
এই ঘটনার প্রেক্ষিতে ভুক্তভোগীর বাবা দিনাজপুর জেলার পার্বতীপুর মডেল থানায় ইউপি সদস্যসহ ১৪ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা (মামলা নং-১০/১৮২) দায়ের করেন।
র্যাব কর্মকর্তা জানান, এই ঘটনায় দেশব্যাপী বিভিন্ন মিডিয়া ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোড়ন সৃষ্টি হয়, তাই ঘটনার গুরুত্ব বিবেচনায় নিয়ে র্যাব অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাকে পার্বতীপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৪০৯ ঘণ্টা, জুলাই ১০, ২০২৩
এসজেএ/এমজেএফ