ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সিদ্ধিরগঞ্জে সড়কে ঝরল দুই মোটরসাইকেল আরোহীর প্রাণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫০ ঘণ্টা, জুলাই ১০, ২০২৩
সিদ্ধিরগঞ্জে সড়কে ঝরল দুই মোটরসাইকেল আরোহীর প্রাণ ফাইল ফটো

নারায়ণগঞ্জ: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ অংশে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর নিহত হয়েছেন।

সোমবার (১০ জুলাই) ভোর ৫টায় কাঁচপুর ব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে শিমরাইল ক্যাম্পের ইনচার্জ টিআই একেএম শরিফদ্দিন জানান, আজ ভোরে দ্রুত গতিতে একটি মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময়ে কোন এক অজ্ঞাতনামা পরিবহনের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় মোটরসাইকেলে থাকা দুইজন সড়কে ছিটকে পড়ে যান। পরে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। হাইওয়ে পুলিশের একটি টিম মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহতদের পরিচয় জানার চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, দুর্ঘটনার পর পরই ঘাতক গাড়িচালক গাড়ি নিয়ে ঘটনাস্থল ত্যাগ করায় গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তদন্ত করে এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, জুলাই ১০, ২০২৩
এমআরপি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।