ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মানিকগঞ্জে মাটি বোঝাই ট্রাক্টরের ধাক্কায় বৃদ্ধ নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৪ ঘণ্টা, জুলাই ১১, ২০২৩
মানিকগঞ্জে মাটি বোঝাই ট্রাক্টরের ধাক্কায় বৃদ্ধ নিহত

মানিকগঞ্জ: মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার খলসী ইউনিয়নে মাটি বোঝাই ট্রাক্টারের ধাক্কায় আলাউদ্দিন (৮০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে।  

মঙ্গলবার (১১ জুলাই) দুপুরের দিকে উপজেলার খলসী ইউনিয়নের বড়জোলা গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে।

 

নিহত আলাউদ্দিন ওই ইউনিয়নের বড়জোলা গ্রামের মৃত নুরু মিয়ার ছেলে।  

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম মোল্যা জানান, ওই বৃদ্ধ রাস্তা দিয়ে হেঁটে বাড়ি যাচ্ছিলেন। পথেমধ্যে মাটি বোঝাই ট্রাক্টরটি পেছন থেকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  ট্রাক্টারটি জব্দ করা গেলেও চালক সোহেলকে (৩০) আটক করা যায়নি।

তিনি আরও জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, জুলাই ১১, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।