ঢাকা: ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খানের মেয়াদ বাড়ানোর সুপারিশ করেছে ওয়াসা বোর্ড।
মঙ্গলবার (১১ জুলাই) ঢাকা ওয়াসা বোর্ডের সভায় এ সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন বোর্ড সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন।
তিনি বলেন, আজ ওয়াসা বোর্ডের বৈঠক হয়েছে। সেখানে সদস্যরা তাকসিম এ খানের মেয়াদ বাড়ানোর সুপারিশ করেছেন। এ সুপারিশ এখন স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হবে। মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে তার মেয়াদ বাড়ানো হবে কিনা।
জানা যায়, ২০০৯ সালে তাকসিমকে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ দেয় স্থানীয় সরকার মন্ত্রণালয়। পরে তার মেয়াদ বাড়ানো হয় পাঁচ দফা। ষষ্ঠ দফায় পাওয়া নিয়োগের মেয়াদ আগামী ১৪ অক্টোবর শেষ হবে।
বাংলাদেশ সময়: ২২০৭ ঘণ্টা, জুলাই ১১, ২০২৩
এমএমআই/আরবি