ঢাকা: জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাতক্ষীরার সিভিল সার্জন কার্যালয়ের সাময়িক বরখাস্ত এক স্টোরকিপার ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক।
মঙ্গলবার (১২ জুলাই) দুদকের খুলনা সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল আমীন বাদী হয়ে মামলাটি করেন।
মামলার দুই আসামি হলেন- সাতক্ষীরার সিভিল সার্জন কার্যালয়ের সাময়িক বরখাস্ত স্টোরকিপার এ কে এম ফজলুল হক এবং তার স্ত্রী মোছা. খায়রুন নেছা।
জানা গেছে, দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে ৫১ লাখ ৮ হাজার ৩৮৪ টাকার সম্পদ অর্জনের তথ্য গোপন করেছেন ফজলুল হক। সিভিল সার্জন অফিসে চাকরি করার সময় দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ১ কোটি ৬৭ লাখ ৯৮ হাজার টাকার সম্পদ অর্জন করেন তিনি। তার স্ত্রী খায়রুন নেছা স্বামীর অবৈধ আয় দ্বারা অর্জিত সম্পদ নিজ নামে গ্রহণ করে অপরাধে সহায়তা করেছেন।
দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৬(২) এবং ২৭(১) ধারা, ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় তাদের বিরুদ্ধে মামলা করেছে কমিশন।
বাংলাদেশ সময়: ১০০৬, জুলাই ১২, ২০২৩
এসএমএকে/এমএইচএস