নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের বন্দরের কেওঢালা এলাকায় কাভার্ডভ্যান চাপায় দুই যুবক নিহত হয়েছেন।
বুধবার (১২ জুলাই) বিকেল সাড়ে ৩টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুরের কেওঢালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পূর্ব কেওঢালা এলাকার মৃত মোদাচ্ছের মিয়ার ছেলে আমানুল্লাহ (৩৫) এবং জাঙ্গাল এলাকার আমিনুল মিয়ার ছেলে শিশির মিয়া (২৮)।
কাচঁপুর হাইওয়ে থানার ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) ইব্রাহীম মিয়া জানান, দুইজন মোটরসাইকেল আরোহীকে একটি কাভার্ডভ্যান চাপা দিয়ে পালিয়ে যায় এবং ঘটনাস্থলে তারা মারা যায়। এ ঘটনায় গাড়িটি আটক করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, জুলাই ১২, ২০২৩
এমআরপি/এএটি