ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

হবিগঞ্জের ৯০ শতাংশ যানবাহন অবৈধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৪ ঘণ্টা, জুলাই ১৩, ২০২৩
হবিগঞ্জের ৯০ শতাংশ যানবাহন অবৈধ

হবিগঞ্জ: হবিগঞ্জ জেলায় চলাচলকারী মোট যানবাহনের ৯০ শতাংশ এবং সিএনজিচালিত অটোরিকশাগুলোর ৯৯ শতাংশই অবৈধ বলে জানিয়েছে জেলা পুলিশের ট্রাফিক বিভাগ।

সিএনজিচালিত অটোরিকশা, প্যাডেল রিকশা, পিকআপ, ট্রাক ও ব্যক্তিগত গাড়ির চাপে শহরের নতুন ও পুরোনো বাসস্ট্যান্ড, চৌধুরীবাজার, বাইপাস রোড, পুরোনো খোয়াই ব্রিজ, কালীবাড়ি, তিনকোনা পুকুরপাড়, সবুজবাগ, এম এ মোত্তালিব চত্বর, টাউন হল, পুরোনো হাসপাতাল সড়ক, বাণিজ্যিক এলাকায় ঘণ্টার পর ঘণ্টা যানজট লেগেই থাকে।

পুলিশের হিসাবে জেলায় ৩০ হাজার যানবাহন চলাচল করলেও বর্তমানে এগুলোর ২৭ হাজার অর্থাৎ ৯০ শতাংশেরই রেজিস্ট্রেশন মেয়াদোত্তীর্ণ।  

অন্যদিকে, মোট সিএনজিচালিত অটোরিকশার ৯৯ শতাংশেরই নেই প্রয়োজনীয় কাগজপত্র। এসব যানবাহন সরকারের বিবেচনায়ও অবৈধ।

হবিগঞ্জ ট্রাফিক পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ উল্লা বাংলানিউজকে এ তথ্য জানান।

এই কর্মকর্তা বলেন, অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচারনা করলে বিভিন্ন মহল ক্ষুব্ধ হয়। এ পরিস্থিতিতে ট্রাফিক পুলিশকে পড়তে হচ্ছে বিপাকে।  

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, জুলাই ১৩, ২০২৩
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।