ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

হাতিরঝিলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ শিক্ষার্থীর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৭ ঘণ্টা, জুলাই ১৩, ২০২৩
হাতিরঝিলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ শিক্ষার্থীর

ঢাকা: রাজধানীর হাতিরঝিল এলাকায় জাহিদ হাসান (২৪) নামে এক কলেজ শিক্ষার্থী বাসের ধাক্কায় নিহত হয়েছেন।

জানা গেছে, জাহিদ চীনের নর্থ ইলেকট্রিক পাওয়ার ইউনিভার্সিটির দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।

এর আগে তিনি রাজধানীর বাংলা কলেজে পড়াশোনা করতেন।

বৃহস্পতিবার (১৩ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে দুর্ঘটনাটি ঘটে। ঘটনার পর মুমূর্ষ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। বিকেল সাড়ে পাঁচটার দিকে তার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের বড় ভাই মো. ইমরান হোসেন জানান, তিনি জাহিদকে সঙ্গে নিয়ে বিকেলে বাসা থেকে তারা হাতিরঝিলে পুলিশ প্লাজায় যাচ্ছিলেন। রামপুরা ব্রিজের পাশে ফুটপাত দিয়ে হেটে যাওয়ার সময় একটি বাস তাদের ওপর উঠে যায়। এ সময় জাহিদ গুরুতর আহত হন। সঙ্গে সঙ্গে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জাহিদের বাবার নাম মোদাচ্ছের আলী। তাদের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর গ্রামে। পরিবার নিয়ে তারা ডেমরা স্টাফ কোয়ার্টারে থাকতেন।

হাতিরঝিল থানার দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) শারমিন আক্তার ইভা নিহতের ঘটনাটি নিশ্চিত করেন। তিনি এও জানান, ঘটনার পরপরই বাসটি জব্দ করা হয়েছে। আটক করা হয়েছে চালককেও।

বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, জুলাই ১৩, ২০২৩
এজেডএস/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।