নোয়াখালী: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মো. তামজিদ (২০) নামে এক যুবক নিহত হয়েছেন।
শুক্রবার (১৪ জুলাই) দুপুরে উপজেলার মুছাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের টিকু মিয়ার চায়ের দোকান সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, দুপুরে লাকসাম থেকে তিন বন্ধু মোটরসাইকেল নিয়ে পর্যটনকেন্দ্র মুছাপুর ক্লোজারে ঘুরতে আসেন। পথে তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় পেছন দিক থেকে আসা আরও দুটি মোটরসাইকেল দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলের ওপর উঠে যায়। এতে তামজিদ, মহিম (২০) ও ফাহাদ (২০) গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তামজিদকে মৃত ঘোষণা করেন।
কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আলী আশরাফ জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এ সময় পুলিশ জানতে পারে দুর্ঘটনায় কারো পা, কারো হাত ভেঙে গেছে। তবে দুর্ঘটনার শিকার কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। এ ঘটনায় কেউ থানায়ও অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ২০১১ ঘণ্টা, জুলাই ১৪, ২০২৩
আরবি