বরিশাল: সেনা সদস্য স্বপন কুমার দের গোটা বাড়ি জুড়ে চলছিল বিয়ের উৎসব। হুট করে উৎসব রূপ নিলো মাতমে।
বরিশালের গৌরনদী উপজেলার পশ্চিম বার্থী গ্রামের বাসিন্দা প্রয়াত দিপক দের ছেলে স্বপন শুক্রবার (১৪ জুলাই) মারা গেছেন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে। অথচ এ রাতের ১০ টা ৪২ মিনিটে তার লগ্ন ছিল।
তার পিসতুতো ভাই বরুণ চন্দ্র জানান, বিয়ে উপলক্ষে ১০ জুলাই থেকে দশ দিনের ছুটিতে যশোর সেনানিবাস থেকে বাড়ি এসেছিলেন স্বপন (৩২)। তিনি ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর ল্যান্স কর্পোরাল। শুক্রবার রাতে গৌরনদী উপজেলার মাহিলার ইউনিয়নের বিল্বগ্রামে তার বরযাত্রা হওয়ার কথা ছিল। বিয়ের লগ্ন ছিল ১০ টা ৪২ মিনিট।
রীতি অনুযায়ী বরকে নেওয়ার জন্য কনের বাড়ি থেকে ৩০ জন মেহমান স্বপনের বাড়ি আসেন। তাদের আপ্যায়নও করা হয়। রাতে ৮০ জন বরযাত্রীসহ কনের বাড়ি যাওয়ার প্রস্তুতি চলছিল। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে স্বপন ঘর খালি পায়ে বের হয়। এ সময় আলোকসজ্জার বাতি জ্বলছে না দেখে সেটি ঠিক করার জন্য বিদ্যুতের তারে হাত দেন তিনি। সেখানেই বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।
ঘটনাটি তার এক আত্মীয় দেখতে পেয়ে লাঠি দিয়ে স্বপনকে সরাতে যান। এ সময় তিনি মাটিতে পড়ে যান। পরে পরিবারের লোকজন হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বার্থী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি পঞ্চানন দত্ত এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, স্বপনের মা ও ভাইকে নিয়ে তাদের পরিবার। একই উপজেলার মাহিলারা ইউনিয়নের বিল্বগ্রামে স্বপনের বিয়ে হওয়ার কথা ছিল। এখন তাদের বাড়িতে চলছে শোকের মাতম।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে স্বপনের ময়নাতদন্ত হবে না। পরিবারের কাছে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, জুলাই ১৫, ২০২৩
এমএস/এমজে