ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নাদিম হত্যা: সব আসামি গ্রেপ্তারের দাবিতে অনশনে সাংবাদিকরা

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৯ ঘণ্টা, জুলাই ১৫, ২০২৩
নাদিম হত্যা: সব আসামি গ্রেপ্তারের দাবিতে অনশনে সাংবাদিকরা

জামালপুর: বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের জামালপুর করেসপন্ডেন্ট গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলার সব আসামিকে গ্রেপ্তারের দাবিতে অনশন করছেন জামালপুরের বকশিগঞ্জের সাংবাদিকরা।  

শনিবার (১৫ জুলাই) সকাল থেকে বকশিগঞ্জ উপজেলা পরিষদের সামনে অনশনে বসেছেন তারা।

এ অনশন চলবে আজ বিকাল ৫টা পর্যন্ত।  

অনশনে থাকা সাংবাদিকরা বলেন, আজ এক মাস হয়ে গেছে। সহকর্মী নাদিমের হত্যা মামলার এজাহারভুক্ত পাঁচজন আসামি গ্রেপ্তার করা হয়েছে মাত্র। এখনও এজহারভুক্ত বাকি ১২ জনকে গ্রেপ্তার করা হয়নি। নাদিমের হত্যার বিচার করতে হবে। বাকি আসামিদের গ্রেপ্তার না করা পর্যন্ত আমাদের অনশন চলবে।  

বকশিগঞ্জের প্রবীণ সাংবাদিক তালুকদার আলমগীর আহমেদ শাজাহান বাংলানিউজকে বলেন, আমাদের সহকর্মী কলমসৈনিক নাদিমকে হত্যা করা হয়েছে৷ আমরা আজ তার বিচারের দাবিতে অনশনে রয়েছি। আপনারা জানেন ইতোমধ্যে বাংলাদেশে অনেক সাংবাদিককে হত্যা করা হয়েছে। আমাদের নাদিম অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে গিয়েই নিহত হয়েছেন৷ 

এদিকে অনশনকালে সিনিয়র সাংবাদিক জিএম সাফিনুর মেজর অসুস্থ হয়ে পড়েছেন।

অনশনে আরও যারা রয়েছেন- বকশিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শাহিন আল আমিন, সাংবাদিক জি এম বাবু, সিনিয়র সাংবাদিক আশরাফুল হায়দার, সিনিয়র সাংবাদিক জি এম সাফিনুর ইসলাম মেজর, দৈনিক সমকালের বকশিগঞ্জ প্রতিনিধি মাসুদ উল হাসান, ভোরের কাগজের সাংবাদিক রাশেদুল ইসলাম রনি, সাংবাদিক লালন, রাশেদুজ্জামান রনি, লায়ন, মতিন, এমদাদুল হক লালন, আল মোজাহিদ বাবুসহ প্রমুখ।  

প্রসঙ্গত, গত ১৪ জুন রাতে কাজ শেষে বাড়ি ফেরার পথে বকশিগঞ্জের পাট হাটি এলাকায় হামলার শিকার হন নাদিম। পরদিন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ হত্যা মামলায় এখন পর্যন্ত ১৭ আসামি গ্রেপ্তার হয়েছে। তারা সবাই কারাগারে রয়েছেন।  

আরও পড়ুন>>

>>> সাংবাদিক নাদিম হত্যা: ইউপি চেয়ারম্যান বাবুকে আনা হচ্ছে ঢাকায়
>> অবশ্যই হত্যার উদ্দেশ্যে আঘাত করা হয়েছে: এসপি নাসির
>> নাদিম হত্যা: বাবু চেয়ারম্যানের ছেলে রিফাত ছাত্রলীগ থেকে বহিষ্কার
>> সাংবাদিক নাদিম হত্যা: চেয়ারম্যান বাবুসহ গ্রেপ্তার ৩
>> সাংবাদিক নাদিম হত্যা: আদালতে ৯ আসামি
>>> সাংবাদিক নাদিম হত্যা: চেয়ারম্যান বাবুসহ গ্রেপ্তার ৩
>> চেয়ারম্যান বাবুকে প্রধান আসামি করে ২২ জনের নামে মামলা
>> নাদিম হত্যা, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: কাদের
>> সাংবাদিক নাদিম হত্যা: খুনিদের বিচারের দাবিতে চাঁদপুরে মানববন্ধন
>> সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে গাজীপুরে মানববন্ধন
>> সাংবাদিক নাদিম হত্যায় জড়িতদের শাস্তির দাবি জাবি শিক্ষকদের
>> নাদিম হত্যা: বিচার না হলে জনতাকে নিয়ে রাজপথে নামার হুঁশিয়ারি
>> সাংবাদিক নাদিম হত্যা: নিন্দা জানিয়েছে আসক 
>> সাংবাদিক নাদিম হত্যা, নেই মত প্রকাশের স্বাধীনতা: নজরুল ইসলাম
>> সাংবাদিক নাদিম হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি সিইউজে’র
>> একজন ইউপি চেয়ারম্যানের এতো ক্ষমতা! বিস্মিত নোয়াখালীর সাংবাদিকরা
>> নাদিম হত্যা: খুনিদের বিচারের দাবিতে বকশীগঞ্জে মানববন্ধন
>> সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে শেরপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
>> সাংবাদিক নাদিম হত্যা: বিচারের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন
>> নাদিম হত্যার প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন-বিক্ষোভ
>> সাংবাদিক নাদিমের খুনিদের ফাঁসির দাবিতে ভাঙ্গায় মানববন্ধন-বিক্ষোভ
>> নাদিম হত্যায় জড়িতদের ফাঁসির দাবি সিরাজগঞ্জের সাংবাদিকদের
>> সাংবাদিক নাদিম হত্যার বিচারের দাবিতে পাবনায় মানববন্ধন
>> সাংবাদিক নাদিম হত্যা মামলা: দ্রুত বিচার আইনে খুনিদের সর্বোচ্চ শাস্তি দাবি
>> জামালপুরে বাবুকে চেয়ারম্যানের পদ থেকে বরখাস্ত ও ফাঁসির দাবি
>> সাংবাদিক নাদিম হত্যা: বিচার দাবিতে ঢাকায় বিভিন্ন সংগঠনের মানববন্ধন
>> সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে জয়পুরহাটে মানববন্ধন
>> নাদিম হত্যা: বরিশালে সাংবাদিকদের মানববন্ধন, ও‌সি-এস‌পির প্রত‌্যাহার দা‌বি
>> সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন
>> সাংবাদিক নাদিম হত্যার ঘটনায় সান্তাহার প্রেসক্লাবের প্রতিবাদ
>> সাংবাদিক নাদিমের খুনিদের গ্রেপ্তার দাবিতে রাজশাহীতে মানববন্ধন আজ
>> সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে শেরপুর প্রেসক্লাবের সমাবেশ
>> সাংবাদিক নাদিম হত্যা: সত্য সাংবাদিকতার কণ্ঠরোধ 
>> নাদিম হত‍্যা: বাবুকে গ্রেপ্তার দাবি ময়মনসিংহ রিপোর্টার্স ইউনিটির
>> সাংবাদিক নাদিম হত্যা: খুনিদের বিচার দাবিতে ভূঞাপুরে মানববন্ধন
>> সাংবাদিক নাদিম হত্যা: জড়িতদের শাস্তির দাবি জাবি শিক্ষকদের

বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, জুলাই ১৫, ২০২৩
এসএফ/এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।