ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

টঙ্গীতে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে কিশোর নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২০ ঘণ্টা, জুলাই ১৫, ২০২৩
টঙ্গীতে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে কিশোর নিহত ফাইল ফটো

ঢাকা: গাজীপুর টঙ্গী মধুমিতা রেললাইনে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে এক কিশোর নিহত হয়েছে। তার বয়স আনুমানিক ১৪ বছর।

শনিবার (১৫ জুলাই) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক দুপুর দেড়টায় মৃত ঘোষণা করেন।

আহত ওই কিশোরকে হাসপাতালে নিয়ে আসা পথচারী মো. হাবিবুর রহমান ও মো. রাকিব জানান, টঙ্গী মধুমিতা এলাকার রেললাইনে ঢাকাগামী একটি চলন্ত  ট্রেনের ছাদ থেকে পড়ে যায় ওই কিশোর। দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে তাকে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল নিয়ে যান। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়।

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ওই কিশোরের নাম পরিচয় জানা যায়নি। তার পরনে রয়েছে পায়জামা-পাঞ্জাবি ও মাথায় টুপি।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, জুলাই ১৫, ২০২৩
এজেডএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।