ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বংশালে পুকুরে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২২ ঘণ্টা, জুলাই ১৫, ২০২৩
বংশালে পুকুরে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

ঢাকা: রাজধানীর বংশালে পুকুরে গোসল করতে নেমে ঈশান নন্দী (১২) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

শনিবার (১৫ জুলাই) বেলা দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক বিকেল সাড়ে ৫টায় মৃত ঘোষণা করেন।

মৃত শিশুর চাচাতো ভাই হৃদয় নন্দী জানান, দুপুরে বন্ধুদের সঙ্গে খেলতে বের হয় ঈশান। বংশালের একটি মাঠে খেলাধুলার পর বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে নামে। সাঁতার জানতো না ঈশান। পানিতে নামার পরপরই সে তলিয়ে যেতে থাকে। দেখতে পেয়ে তার বন্ধুরা এবং আশপাশের লোকজন পানি থেকে তাকে তুলে নিজেরাই প্রাথমিক চিকিৎসা দেয়। পরে তাকে মিটফোর্ড হাসপাতালে নিয়ে যান। সেখানে ঈশানের অবস্থার অবনতি দেখে তাকে ঢামেক হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্বজনরা জানান, ঈশানের পরিবার কোতোয়ালির শাঁখারী বাজার এলাকায় থাকে। পোগোজ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণীর ছাত্র ঈশান। দুই ভাইয়ের মধ্যে ছোট ঈশান। তার বাবা সত্যজিৎ নন্দী পান সিগারেটের দোকানদার।

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া ঈশানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঘটনাটি বংশাল থানায় জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, জুলাই ১৫, ২০২৩
এজেডএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।