ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মাদারীপুরে পৃথক ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল চালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৩ ঘণ্টা, জুলাই ১৬, ২০২৩
মাদারীপুরে পৃথক ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল চালক নিহত

মাদারীপুর: মাদারীপুর জেলার ডাসারে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।  

রোববার (১৬ জুলাই) ভোরে ঢাকা-বরিশাল মহাসড়কের ডাসার উপজেলার পাথুরিয়ারপাড় ও মেলকাইয়ে দুর্ঘটনা দুটি ঘটে।

 

জেলার মস্তফাপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক জিল্লুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, কুমিল্লার চান্দিনা উপজেলার বড়কুড়া এলাকার হেলাল উদ্দিনের ছেলে মেহেদী হাসান (২৪) ও বরিশালের গৌরনদী উপজেলার বৌঙ্কড়া এলাকার মকবুল হোসেনের ছেলে হাফিজুর রহমান (৩০)।  

দুজনই ঢাকায় চাকরি করতেন। এর মধ্যে হাফিজুর অর্থ মন্ত্রণালয়ের কর্মচারী বলে জানা গেছে।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভোর ৪টার দিকে বরিশাল থেকে ঢাকার উদ্দেশে মোটরসাইকেল নিয়ে যাচ্ছিলেন মেহেদী। মেলকাইয়ে এলে বিপরীতমুখী একটি পণ্যবাহী ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মেহেদী সড়কে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। ভোর ৫টার দিকে একই মহাসড়কের মেলকাইয়ের পার্শ্ববর্তী পাথুরিয়ারপাড় এলাকায় ট্রাকের ধাক্কায় হাফিজুর রহমান নিহত হন।  

খবর পেয়ে সকাল ৭টার দিকে নিহত দুজনের মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এদিকে সকাল ৭টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালপুর এলাকায় ট্রাকের ধাক্কায় ওবায়দুর রহমান নামে এক ব্যক্তি আহত হয়েছেন। তিনিও মোটরসাইকেলে ছিলেন। পরে গুরুতর অবস্থায় তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
 
মস্তফাপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক জিল্লুর শেখ বলেন, পৃথক দুটি ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। ঘাতক ট্রাক দুটি পালিয়ে গেছে। অজ্ঞাত ট্রাক দুটি ও চালকদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।  

বাংলাদেশ সময়: ০৮৪৫ ঘণ্টা, জুলাই ১৬, ২০২৩
আরএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।