ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

কামরাঙ্গীরচরে ইঁদুর মারার বিষ খেয়ে তরুণীর আত্মহত্যা

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪০ ঘণ্টা, জুলাই ১৬, ২০২৩
কামরাঙ্গীরচরে ইঁদুর মারার বিষ খেয়ে তরুণীর আত্মহত্যা

ঢাকা: রাজধানীর কামরাঙ্গীরচরে একটি বাসায় ইঁদুর মারার বিষ খেয়ে সানজিদা পারভিন (১৪) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে।

রোববার (১৬ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তার বাবার নাম আল-আমিন। পরিবারটি থাকে কামরাঙ্গীরচর পূর্ব রসূলপুর ৬ নম্বর গলির নাসিরের বাড়িতে। স্থানীয় ওয়াজউদ্দিন উচ্চ বিদ্যালয় থেকে এবার মাধ্যমিক পরীক্ষা দিয়েছে সে। এক ভাই ও তিন বোনের মধ্যে দ্বিতীয় সানজিদা।

হাসপাতালে সানজিদার মা জলি বেগম ও বাবা মো. আল-আমিন জানান, আজ রোববার ভোরের দিকে পরিবারের সদস্যরা দেখতে পান রুমের ভেতর ছটফট করছে সানজিদা। তার নাক মুখ দিয়ে লালা ঝরছে। তখন তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সে বাসায় থাকা ইঁদুর মারার বিষ খেয়েছে বলে ধারণা তাদের। তবে কেন সে কিটনাশক খেয়ে থাকতে পারে সে বিষয়ে কিছু জানাতে পারেনি পরিবার।

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, জুলাই ১৬, ২০২৩
এজেডএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।