গাজীপুর: গাজীপুরের টঙ্গী হোসেন মার্কেট এলাকায় বাসচাপায় চাঁদনী আক্তার (২৯) নামে এক নারী নিহত হয়েছেন।
রোববার (১৬ জুলাই) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
গাজীপুর মেট্রোপলিটনের টঙ্গী পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল আলম জানান, একটি কোম্পানিতে মার্কেটিং বিভাগে চাকরি করতেন চাঁদনী। সকালে তিনি টঙ্গীর হোসেন মার্কেট এলাকা থেকে বাসে উঠতে চেষ্টা করেন। এ সময় পেছন থেকে একটি বাস তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার স্বামী অপু পর্তুগাল প্রবাসী বলে জানা গেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বাংলাদেশ সময়: ১৭০৯ ঘণ্টা, জুলাই ১৬, ২০২৩
আরএস/আরবি