নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্বিরগঞ্জ থেকে ৫০ কেজি গাঁজাসহ তিন মাদককারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৩)।
রোববার (১৬ জুলাই) বিকেলে র্যাব-৩ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও মিডিয়া অফিসার ফারজানা হক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে ভোরে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলেন- নড়াইল জেলার মো. হালিম সিকদারের ছেলে মো. হেলাল সিকদার (২৩), ভোলার মো. সোলেমানের ছেলে আশরাফুল ইসলাম (২৮) ও লক্ষীপুরের মো. আলমগীরের ছেলে মো. জুয়েল (২২)।
বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, মাদককারবারিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের কৃতকর্মের বিষয় স্বীকার করেছেন। দীর্ঘদিন ধরে তারা কুমিল্লা থেকে গাঁজা এনে নারায়ণগঞ্জসহ রাজধানীর বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিলেন। এ সময় তাদের কাছ মাদক পরিবহনের কাজ থেকে ব্যবহৃত দুটি ট্রাক জব্দ করা হয়েছে। তাদের নামে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
বাংলাদেশ সময়: ১৮৩৯ ঘণ্টা, জুলাই ১৬, ২০২৩
এমআরপি/আরবি