নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতায় অভিযান চালিয়ে ৩২ কেজি গাঁজাসহ তিন মাদককারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার (১৭ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব-১১ এর সিনিয়র এএসপি নিশাত তাবাসসুম।
এর আগে রোববার (১৬ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার ভুলতা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় সিলেট-ঢাকাগামী মহাসড়কের ওপর চেকপোস্ট বসিয়ে গাঁজাসহ তাদের আটক করা হয়।
আটকরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার কুইয়াপানিয়া উত্তরপাড়ার মৃত নজরুল ইসলামের ছেলে শফিক মিয়া (২৫), ধর্মপুর পূর্বপাড়ার হাসা পাঠানের ছেলে আরিফ পাঠান (২৪) ও একই এলাকার ইয়াসিনের ছেলে রমজান (২৩)। এ সময় তাদের কাছ থেকে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত নছিমন জব্দ করা হয়।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান নিশাত তাবাসসুম।
বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, জুলাই ১৭, ২০২৩
এমআরপি/আরবি