ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

আড়াইহাজারে ইজিবাইকচালক হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫১ ঘণ্টা, জুলাই ১৭, ২০২৩
আড়াইহাজারে ইজিবাইকচালক হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজারে ইজিবাইকচালক রুবেল হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন- নরসিংদীর ইছাখালির ছলিম উদ্দিনের ছেলে কাউসার (২৮) ও ফারুক মিয়ার ছেলে নাঈম (৩০)।



সোমবার (১৭ জুলাই) জেলা পুলিশ সুপার (এসপি) গোলাম মোস্তফা রাসেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

এর আগে ১৬ জুলাই রূপগঞ্জ থানাধীন টেকপাড়া এলাকা থেকে বিশেষ অভিযান পরিচালনা তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় গ্রেপ্তার আসামিদের কাছ থেকে রুবেলের ব্যবহৃত মোবাইলফোন উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, পূর্ব-পরিকল্পিতভাবে চার আসামি মাধবদি থেকে পুরিন্দা যাওয়ার জন্য ইজিবাইকটি ভাড়া করেন। পুরিন্দা যাওয়ার পথে রাত ও নির্জন হওয়ায় তারা চারজন জোরপূর্বক ইজিবাইক থেকে চালককে নামিয়ে গামছা দিয়ে হাত-পা বেঁধে মারধর করেন। পরে আসামিরা চালককে হত্যা করে ইজিবাইক নিয়ে পালিয়ে যায়।

বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, জুলাই ১৭, ২০২৩
এমআরপি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।