ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রাজবাড়ীতে পাট ক্ষেতে মিলল নিখোঁজ নারীর গলিত মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫১ ঘণ্টা, জুলাই ১৮, ২০২৩
রাজবাড়ীতে পাট ক্ষেতে মিলল নিখোঁজ নারীর গলিত মরদেহ

রাজবাড়ী: রাজবাড়ী জেলার কালুখালী উপজেলায় একটি পাট ক্ষেত থেকে জান্নাতি বেগম (২২) নামে এক নিখোঁজ থাকা নারীর গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৭ জুলাই) বিকেলে সাওরাইল ইউনিয়নের বড়পাতুরিয়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করে কালুখালী থানা পুলিশ।

নিহত জান্নাতি বেগম উপজেলার সাওরাইল ইউনিয়নের বড়পাতুরিয়া গ্রামের কাশেম বেপারীর মেয়ে।

স্থানীয়রা জানান, ঈদের আগে স্বামীর সঙ্গে জান্নাতি বেগমের বিবাহ বিচ্ছেদ হয়। ঈদের পরদিন (৩০ জুন) থেকেই তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে সোমবার বিকেলে স্থানীয়রা ওই পাট ক্ষেতে একটি গলিত মরদেহ (কঙ্কাল) দেখতে পেয়ে পুলিশে খবর দেন। এরপর পুলিশ গিয়ে সেটি উদ্ধার করে।

এদিকে খবর পেয়ে জান্নাতির স্বজনরা সেখানে গিয়ে পরনের কাপড় ও অন্যান্য চিহ্ন দেখে সেটি জান্নাতির মরদেহ (কঙ্কাল) বলে শনাক্ত করেন।

কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণ বন্ধু চন্দ্র বিশ্বাস জানান, প্রাথমিকভাবে নিখোঁজ থাকা জান্নাতির পায়ের স্যান্ডেল ও কাপড় দেখে তার মরদেহ বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ০৯৪৯ ঘণ্টা, জুলাই ১৮, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।