ঢাকা, রবিবার, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

চকরিয়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কা, দুই শিক্ষার্থী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৯ ঘণ্টা, জুলাই ১৮, ২০২৩
চকরিয়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কা, দুই শিক্ষার্থী নিহত

কক্সবাজার: কক্সবাজারের চকরিয়া উপজেলায় সড়কে দাঁড়িয়ে থাকা পণ্যবাহী একটি ট্রাকে বাসের ধাক্কায় দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন বাসচালকসহ ছয়জন।

মঙ্গলবার (১৮ জুলাই) সকালে উপজেলার হারবাং মাজারগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন- ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জামাল উদ্দিনের ছেলে টিপু সুলতান (২২) ও যশোরের সুবর্ণখালীর আবু আহসানের ছেলে মোহাম্মদ তালহা জুবাইর সাজিদ (২৪)।

চকরিয়ার বানিয়ারছড়ার চিরিঙ্গা হাইওয়ে পুলিশের ইনচার্জ খোকন কান্তি রুদ্র বাংলানিউজকে জানান, দুর্ঘটনায় নিহত দুজনই বাসের যাত্রী ছিলেন। তারা কক্সবাজারে বেড়াতে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন। নিহত দুজনই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

তিনি জানান, এ দুর্ঘটনায় বিসমিল্লাহ পরিবহনের নামের যাত্রীবাহী বাসের চালক হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার আব্দুল হাইয়ের ছেলে আব্দুল মালেকসহ আরও ছয়জন যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে বাসচালকসহ আরও দুই যাত্রীকে মুমূর্ষু অবস্থায় প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে সড়কের পাশে আগে থেকেই দাঁড়ানো ছিল একটি পণ্যবাহী ট্রাক। এ সময় কক্সবাজারগামী একটি যাত্রীবাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাসের দুইজন যাত্রী নিহত হয়েছেন।

চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জানান, দুর্ঘটনার পর ছয়জনকে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে দুইজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তারা শঙ্কামুক্ত।

বাংলাদেশ সময়: ১৯৪৯ ঘণ্টা, জুলাই ১৮, ২০২৩
এসবি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।