ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

রাণীনগরে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৬ ঘণ্টা, জুলাই ১৯, ২০২৩
রাণীনগরে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

নওগাঁ: নওগাঁর রাণীনগর উপজেলায় ট্রেনে কাটা পড়ে রেহেনা আক্তার (৩৪) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৮ জুলাই) সন্ধ্যায় রাণীনগর রেলওয়ে স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রেহেনা আক্তার ঢাকার সাভার উপজেলার টেঙ্গুরী এলাকার আমির হোসেনের মেয়ে।

রাণীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সেলিম রেজা বলেন, রেহেনা আক্তার রাণীনগর রেলওয়ে স্টেশন এলাকা ঘোরাফেরা করছিলেন। এসময় চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী রকেট মেইল ট্রেন রাণীনগর স্টেশনে দাঁড়ায়। রেহেনা রেল লাইন থেকে স্টেশনের ২ নম্বর প্লাটফরমে উঠতে লেগে পা পিছলে ট্রেনের নিচে পড়ে যান। এতে তার এক পা কাটা পড়ে এবং মাথায় আঘাত পান। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে রাতে চিকিৎসক রেহেনাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, নিহত রেহেনার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯৪৩ ঘণ্টা, জুলাই ১৯, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।