ঢাকা, বৃহস্পতিবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ডেমরায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৫ ঘণ্টা, জুলাই ১৯, ২০২৩
ডেমরায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের

ঢাকা: রাজধানীর ডেমরায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোহাম্মদ আলী (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।  

বুধবার (১৯ জুলাই) সকাল ৭টার দিকে ডেমরা রোডে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে।

পরে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন সকাল সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়।

মোহাম্মদ আলী মৃত করিমের ছেলে। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

নিহত আলীর ছোট ভাই মো. নাইম জানান, পরিবার নিয়ে ডেমরা ধার্মিক পাড়ায় থাকেন তারা। ডেমরা রোডে যানবাহন থেকে সিটি করপোরেশনে টোল আদায় করতেন আলী।  

সকাল ৬টায় তিনি বাসা থেকে কাজের উদ্দেশে বের হন। এর ঘণ্টাখানেক পর খবর পান, সড়ক দুর্ঘটনায় আহত হয়ে রাস্তায় পড়ে আছেন তিনি। পরে ঘটনাস্থল থেকে পরিবারের লোকজন উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে ভর্তি করান আলীকে। পরবর্তীতে চিকিৎসাধীন মারা যান তিনি।

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, জুলাই ১৯, ২০২৩
এজেডএস/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।