ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ডেঙ্গু পরিস্থিতি বিবেচনায় কাজে ফিরছেন প্রাইভেট ট্রেইনি চিকিৎসকরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৮ ঘণ্টা, জুলাই ২০, ২০২৩
ডেঙ্গু পরিস্থিতি বিবেচনায় কাজে ফিরছেন প্রাইভেট ট্রেইনি চিকিৎসকরা

ঢাকা: ডেঙ্গু পরিস্থিতি বিবেচনায় ও চারটি শর্তসাপেক্ষে আগামী শনিবার (২২ জুলাই) থেকে কর্মস্থলে ফিরছেন প্রাইভেট ট্রেইনি চিকিৎসকরা।

বৃহস্পতিবার (২০ জুলাই) ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) মিলনায়তনে পোস্ট গ্রাজুয়েট প্রাইভেট ট্রেইনি অ্যাসোসিয়েশন আয়োজিত এক সংবাদ সম্মেলন এ কথা জানায় সংগঠনটি।

সংগঠনের সভাপতি ডা. জাবির হোসেন বলেন, আমাদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে গত ১৭ জুলাই ভাতার পরিমাণ ২০ হাজার থেকে বাড়িয়ে ২৫ হাজার টাকা বাড়ানোর আশ্বাস দেওয়া হয়। তাছাড়া প্রতিমাসে ভাতা দেওয়ার ব্যবস্থা, কর্মদিবস কমিয়ে কর্ম ঘণ্টা ঠিক রেখে প্রাইভেট প্র্যাকটিসের সুযোগ দেওয়া, আন্দোলনের কারণে কোনো শিক্ষার্থীর ওপর অ্যাকাডেমিক হয়রানি না করার আশ্বাসও দেওয়া হয়। সেসব আশ্বাসের ভিত্তিতে এবং ডেঙ্গু পরিস্থিতি বিবেচনায় আমরা আগামী শনিবার থেকে কর্মস্থলে ফিরে যাচ্ছি। কিন্তু গৃহীত সিদ্ধান্তগুলো যদি বাস্তবায়িত করা না হয়, তাহলে ফের আমরা কঠোর কর্মসূচিতে যাব।

যে চার আশ্বাসে প্রাইভেট ট্রেইনি চিকিৎসকরা কর্মস্থলে ফিরছেন-
ভাতা ৫ হাজার বাড়িয়ে সাময়িক ভাবে ২৫ হাজার করা হয়েছে। এবং আগামী ৬ মাস পর সেটা আরও এক দফায় বাড়ানো হোক; ভাতা প্রতিমাসে দেওয়ার ব্যবস্থা করা হোক (FCPS ট্রেইনিদের); কর্মদিবস কমিয়ে কর্ম ঘণ্টা ঠিক রেখে প্রাইভেট প্রাকটিসের সুযোগ করে দেওয়া হোক (রেসিডেন্ট এবং নন রেসিডেন্টদের সিন্ডিকেট মিটিংয়ে পাশ হওয়ার ভিত্তিক); আন্দোলনের কারণে কোনো ছাত্র-ছাত্রীর ওপর একাডেমিকভাবে কোনো হ্যারাসমেন্ট করা যাবে না।

আগামী শনিবার (২২ জুলাই) প্রশাসন বরাবর স্মারকলিপি জমা দিয়ে চিকিৎসকরা কর্মস্থলে যোগ দেবেন বলেও জানানো হয় সংবাদ সম্মেলন থেকে। এ সময় পোস্ট গ্রাজুয়েট প্রাইভেট ট্রেইনি অ্যাসোসিয়েশনের সংগঠনের সাধারণ সম্পাদক নুরুন নবী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, জুলাই ২০, ২০২৩
ইএসএস/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।