ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে হত্যা মামলায় ৭ আসামির যাবজ্জীবন কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১২ ঘণ্টা, জুলাই ২০, ২০২৩
ময়মনসিংহে হত্যা মামলায় ৭ আসামির যাবজ্জীবন কারাদণ্ড

ময়মনসিংহ: ময়মনসিংহের গৌরীপুর থানার চৌকিদার রজব আলী হত্যা মামলায় সাত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত। একই সঙ্গে এই রায়ে তিন আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২০ জুলাই) বিকেল সোয়া ৪টার দিকে ময়মনসিংহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক সাবরিনা আলী এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- আব্দুল কদ্দুছ, তারা মিয়া, হাদিস মিয়া, আবু বকর, আতিউল্লাহ, মতিউর রহমান মতি ও ফকর উদ্দিন।

এর মধ্যে আসামি তারা মিয়া পলাতক রয়েছেন। বাকিদের উপস্থিতিতে আদালত এই রায় ঘোষণা করেন।

আদালতের বেঞ্চ সহকারী মো. মোশাররফ হোসেন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ২০০৬ সালের ১২ অক্টোবর গৌরীপুর উপজেলার বাহেরতলা এলাকায় আসামিদের হামলায় খুন হন স্থানীয় চৌকিদার রজব আলী। এ ঘটনার একদিন পর ১৩ অক্টোবর নিহত রজব আলীর ছেলে হারুন অর রশিদ বাদী হয়ে ১১ জনকে অভিযুক্ত করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর অভিযুক্তদের মধ্যে একজনের মৃত্যু হয়।

তিনি আরও জানান, ওই মামলায় বাকি অভিযুক্তদের মধ্যে সাতজনের বিরুদ্ধে বাদীর অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাদের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন। সেই সঙ্গে দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর তিন অভিযুক্তকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। তারা হলেন- আহসান উল্লাহ, আক্কাস আলী ও আবাদ উল্লাহ।  

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট সঞ্জীব সরকার এবং আসামিপক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট খালেকুজ্জামান।

এদিকে এই রায়ে বাদী পক্ষ সন্তোষ প্রকাশ করলেও আসামিদের স্বজনরা রায়ে ন্যায় বিচার পাননি বলে দাবি করেন।

আসামির স্বজন মো. মমিনুল ইসলাম রুবেল বলেন, আমরা এই রায়ে ন্যায় বিচার পাইনি। এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।  

প্রসঙ্গত, দণ্ডপ্রাপ্ত আসামি আব্দুল কদ্দুছ, তারা মিয়া, হাদিস মিয়া ও আবু বকর সহোদর ভাই। তারা গৌরীপুর উপজেলার বাহেরাতলা গ্রামের মোকাল হোসেন মুন্সির ছেলে।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, জুলাই ২০, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।