ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে অস্ত্র-লুণ্ঠিত মালামালসহ ৬ ডাকাত আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৯ ঘণ্টা, জুলাই ২০, ২০২৩
ফরিদপুরে অস্ত্র-লুণ্ঠিত মালামালসহ ৬ ডাকাত আটক

ফরিদপুর: ফরিদপুর সদর উপজেলার কানাইপুরের তেঁতুলতলা এলাকা থেকে এক নারীসহ ডাকাত চক্রের ৬ সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সদস্যরা। তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে অস্ত্র, ডাকাতি করার বিভিন্ন সরঞ্জাম, গোলা-বারুদ ছাড়াও নগদ টাকা ও লুণ্ঠিত মালামাল।

 

বৃহস্পতিবার (২০ জুলাই) সন্ধ্যায় সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান র‍্যাব-৮ বরিশাল ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুল হাসান।

আটকরা হলেন- মো. শহিদুল মোল্যা (৩১), মো. হাদি ইকবাল (৩৪), মো. বেলায়েত হোসেন (৩৫), নিশাদ মোল্লা (৪০), রিপন ফকির (৩৩) ও সেলিনা আক্তার (২৫)।  

সম্মেলনে লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুল হাসান বলেন, কানাইপুরের তেঁতুলতলা এলাকায় মোশাররফ হোসেন নামে এক ব্যক্তির বাড়ির সবাইকে পানির সঙ্গে চেতনানাশক ওষুধের মাধ্যমে অচেতন করে মালামাল লুট করে পালিয়ে যাওয়ার সময় তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি ওয়ান শুটার গান, ২টি কার্তুজ, ৬৩ হাজার ৮ টাকা, ১১টি মোবাইলফোন, ছাড়া স্বর্ণালংকার, গ্রাউন্ডিং মেশিন ও ডাকাতির বিভিন্ন সরঞ্জাম (চাকু, হাতুড়ি, রেঞ্জ ও রামদা) জব্দ করা হয়।

তিনি আরও জানান, সংঘবদ্ধ এই ডাকাতরা বেশ কিছুদিন ধরে এভাবে একাধিক ডাকাতি সংঘটিত করে আসছিল। গোপন তথ্যের পরিপ্রেক্ষিতে তাদের আটকের জন্য বিশেষ কার্যক্রম শুরু করে র‌্যাব। এরই ধারাবাহিকতায় তাদের আটক করা হয়।  

আটকদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় খুনসহ ডাকাতি, দস্যুতা ও চুরির মামলা রয়েছে। এর মধ্যে নিশাদের বিরুদ্ধে ৮টি, রিপনের বিরুদ্ধে ৩টি, শহিদুলের বিরুদ্ধে ২টি, হাদির বিরুদ্ধে ৩টি ও বেলায়েতের বিরুদ্ধে ৬টি মামলা রয়েছে।

সংবাদ সম্মেলনে র‍্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার কে এম শাইখ আকতারসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা, জুলাই ২০, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।