ঢাকা, সোমবার, ১ পৌষ ১৪৩১, ১৬ ডিসেম্বর ২০২৪, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে এনএসআই’এ চাকরি, গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৮ ঘণ্টা, জুলাই ২১, ২০২৩
ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে এনএসআই’এ চাকরি, গ্রেপ্তার

নরসিংদী: নরসিংদীর বেলাবো উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পেজ ও আইডি খুলে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) সংস্থার সদস্য পরিচয়ে মো. সৈকত হোসেন ভূঁইয়া তপু (২৩) নামে এক যুবক চাকরির বিজ্ঞাপন দেন। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে চাকরি প্রত্যাশী বহু মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেন।

এ প্রতারণাকাণ্ডে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়। এরই পরিপ্রেক্ষিতে তিনি গ্রেপ্তার হন। পুলিশ তার বিরুদ্ধে রিমান্ড আবেদন করে আদালতে তোলে। তবে বিচারক আগামী কার্যদিবসে শুনানি নির্ধারণ করে তপুকে জেলে পাঠিয়েছেন।

গত বুধবার (১৯ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে বেলাবো বাজার গ্র্যান্ড নবাব রেস্টুরেন্টের সামনে থেকে তপুকে গ্রেপ্তার করে পুলিশ। বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুরে ৭ দিনের রিমান্ড আবেদন করে তাকে আদালতে তোলে পুলিশ।

গ্রেপ্তারের সময় তপুর কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করেছিল পুলিশ। জানা গেছে, ফেসবুকে তপুর বিজ্ঞাপন থেকে কোনো প্রত্যাশী যোগাযোগ করলে তিনি তার সঙ্গে ভাব জমিয়ে নিতেন। পরে যারা এনএসআই’এ চাকরি করতে চায় বা পরীক্ষা দিয়ে অকৃতকার্য হয়েছে তাদের চাকরি দেওয়ার কথা বলে বিকাশের মাধ্যমে টাকা আদায় করতেন। দীর্ঘদিন ধরে তিনি এ প্রতারণা করছিলেন।

গত বুধবার রাত ১০টার দিকে বাজারে গ্র্যান্ড নবাব রেস্টুরেন্টের সামের রাস্তায় দাঁড়িয়ে নিজেকে এনএসআই’র লোক পরিচয় দিয়ে এক প্রত্যাশীর কাছ থেকে টাকা হাতানোর সময় পুলিশ তপুকে গ্রেপ্তার করে। পরে বৃহস্পতিবার বেলাবো থানার উ-পরিদর্শক (এসআই) মো. নাঈমুল হক বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে সৈকত হোসেন ভূইয়া তপুর বিরুদ্ধে মামলা দায়ের করেন।

বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তানভীর আহমেদ এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, তপুকে গ্রেপ্তারের পর ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়। বিচারক আগামী কার্যদিবসে শুনানি নির্ধারণ করে তাকে জেলহাজতে পাঠান। তপুর বিরুদ্ধে ঢাকার খিলক্ষেত থানায় ডিজিটাল আইনে আরও একটি মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ১০১৬ ঘণ্টা, জুলাই ২১, ২০২৩
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।