ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সমাবেশ কেন্দ্র করে আমিনবাজারে চেকপোস্ট, দীর্ঘ যানজট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৮ ঘণ্টা, জুলাই ২২, ২০২৩
সমাবেশ কেন্দ্র করে আমিনবাজারে চেকপোস্ট, দীর্ঘ যানজট

সাভার (ঢাকা): বিএনপির সমাবেশকে কেন্দ্র করে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজারে চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম পরিচালনা করছে পুলিশ। এতে যানজটে ভোগান্তিতে পড়েছেন অফিস ও রাজধানীগামী হাজারও মানুষ।

শনিবার (২২ জুলাই) সকাল থেকে মহাসড়কটির আমিনবাজার ২০ শয্যা হাসপাতালের সামনে ঢাকাগামী লেনে ব্যারিকেড বসিয়ে বিভিন্ন যানবাহন থামিয়ে তল্লাশি করায় মহাসড়কের আমিনবাজার থেকে বলিয়ারপুর পর্যন্ত চার কিলোমিটার তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।  

আমিনবাজার চেকপোস্ট ঘুরে দেখা যায়, মহাসড়কের ঢাকামুখী লেনে রাস্তার মাঝে ব্যারিকেড বসিয়ে বিভিন্ন যানবাহন তল্লাশি করছে জেলা পুলিশের সদস্যরা। বিশেষ করে কোনো হাইয়েস বা মাইক্রোবাস দেখলে থামিয়ে ভেতরে থাকা যাত্রীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এছাড়া বিভিন্ন যানবাহনের কাগজপত্রও চেক করতে দেখা যায় পুলিশ সদস্যদের।

রাজধানীর একটি হাসপাতালে যাবেন মেহেদি হাসান শিপন। সকাল থেকে দুই ঘণ্টা হতে চললো যানজটে পড়ে আছেন। তিনি বাংলানিউজকে বলেন, আমার শ্বশুরকে নিয়ে ডাক্তার দেখাতে যাব। এর জন্য সকাল ৭টার দিকে সাভার ব্যাংক কলোনি থেকে নিজস্ব গাড়িতে ঢাকায় একটি হাসপাতালের উদ্দেশে রওনা হই। বলিয়ারপুর থেকে সালেহপুর পর্যন্ত দুই ঘণ্টা জ্যামে আটকে ছিলাম।  

রাজধানীর পূর্বাচলে একটি প্রাইভেট কনস্ট্রাকশন কোম্পানির সেফটি অফিসার মো. নাজমুল। তিনি আশুলিয়া থেকে সকাল ৬টার দিকে বাসে উঠেন। কিন্তু আশুলিয়া বাজারের আগে যানজটে পড়েন। তিনি বলেন, মোটামুটি তিন ঘণ্টা লেগেছে আশুলিয়া পার হতে। পুলিশ গাড়ি দাঁড় করাচ্ছে আর চেক করতেছে। আজ অফিসে যেতে লেট হয়ে গেছে।  

আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) হারুন উর রশিদ বাংলানিউজকে বলেন, আমরা আমিনবাজারে নিয়মিত চেকপোস্ট পরিচালনা করছি। এখানে একজন সার্জেন্টের সহয়তায় ফিটনেসবিহীন পরিবহন অভিযান চলছে। এছাড়া রাজধানীতে একটি রাজনৈতিক দলের প্রোগ্রাম হওয়ার কথা, সেই প্রোগ্রামের নিরাপত্তার স্বার্থে আমরা সন্দেহজনক ব্যক্তি ও পরিবহনগুলোতে তল্লাশি করছি। গাড়ি চলাচল স্বাভাবিক আছে। আমরা সতর্ক অবস্থানে রয়েছি।

সাভার মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, বিএনপির সমাবেশকে কেন্দ্র করে ঢাকায় প্রবেশ করে কেউ যেন কোনো নাশকতামূলক কর্মকাণ্ড করতে না পারে, সেই লক্ষ্যে অতিরিক্ত সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে চেকপোস্ট পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি ট্রাফিক বিভাগের নিয়মিত যেই কার্যক্রম, বিভিন্ন যানবাহনের কাগজপত্র চেক করা, সেটি করা হচ্ছে। কোনো গাড়ি থেমে নেই, চলমান আছে।

বাংলাদেশ সময়: ১০৪৭ ঘণ্টা, জুলাই ২২, ২০২৩, আপডেট: ১১১৪ ঘণ্টা
এসএফ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।